Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বৃষ্টিতে শৈশবে ফিরে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ০৪:৪০ পিএম


বৃষ্টিতে শৈশবে ফিরে গেলেন সাকিব

আজ রোববার দুপুরে যখন বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়রা নিজেদের ড্রেসিংরুমে বসে বৃষ্টি থামলে পুনরায় টেস্ট খেলা শুরু করার অপেক্ষায় ছিলেন, সাকিব আল হাসান তখন অন্য কিছু করছিলেন।

মাঠের যে অংশে উইকেটের পিচ রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢাকা ছিল, সাকিব খালি পায়ে হেঁটে সেখানে যান।

তারপর তিনি যা করেছেন, গ্যালারিতে ক্রিকেট ম্যাচ দেখতে আসা কয়েকশ’ উৎসুক দর্শকদের বিনোদন দেয়ার জন্য তা যথেষ্ট ছিল।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচে মাত্র ৬ ওভার ২ বল মাঠে গড়িয়েছে। সব মিলিয়ে দুই দিনে ৬৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮৮ রান।

আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে আগামীকাল‌ সোমবার বৃষ্টি থাকবে,যার কারণে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে,আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দুই টেস্টের সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিবকে নিয়ে এই সফরের দল ঘোষণা করলেও তিনি ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না বলে বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো কোনও সিরিজের আগে ছুটি চাইলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আমারসংবাদ/এমএস