Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাকিব-তামিমের গুরুত্ব ফুরিয়ে যায়নি: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০৫:২৫ পিএম


সাকিব-তামিমের গুরুত্ব ফুরিয়ে যায়নি: মাশরাফি

নিউজিল্যান্ড সফরে এই প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। তারুণ্যনির্ভর দল নিয়ে কিউইদের আট উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে টাইগারদের এমন জয়ের দিনেও দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান ও সেরা ওপেনার তামিম ইকবাল।

মাউন্ট ম্যাঙ্গুইনতে সাকিব-তামিমরা না থাকায় তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন বলে মনে করেন অনেকেই। দলে সিনিয়রদের গুরুত্বও নিয়েও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যদিও একটি জয় দিয়ে সাকিব কিংবা তামিমের অবদানকে দূরে ঠেলে ফেলতে রাজি নন টাইগারদের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। 

মাশরাফির মতে, বাংলাদেশ দলে সাকিব-তামিমের গুরুত্ব এখনো ফুরিয়ে যায়নি। যখনই এই দুই ক্রিকেটার দলে যোগ দেবেন, তখনই দল আরও শক্তিশালী হয়ে উঠবে।

শুক্রবার সন্ধ্যায় এশিয়ান মোটরবাইক লিমিটেডের আয়োজিত এক অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি।

মাশরাফি বলেন, 'এক ম্যাচ আমরা জিতেছি বলে সাকিবের গুরুত্ব কম এটা যারা ভাবছে সেটাও যেমন ভুল ভাবছে, আবার যদি কেউ ভেবে থাকতো কারো জন্য এ বাংলাদেশ থেমে থাকবে না সেটাও ঠিক।'

বয়স হিসেবে আর কয়েকটা বছর পর ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব-তামিমরা। তবে বাংলাদেশ টিম তখন থেমে থাকবে না জানিয়ে ম্যাশ বলেন, 'বাংলাদেশ টিম চলতেই থাকবে। একটা সময় না একটা সময় সাকিব, তামিম সবাই রিটার্ড করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সুতরাং এটা ভাবার কিছু নেই। সাকিব যদি এখন যুক্ত হয় টিমের সঙ্গে, টিমে শক্তিমত্তা আরও বাড়বে, এটাই আমাদের ভাবা উচিত।'

সাকিব কিংবা তামিমদের ছাড়া জিতে নেতিবাচক চিন্তাভাবনা করার পক্ষে নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পজেটিভ চিন্তার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'কেন আমরা নেগেটিভ চিন্তা করছি, যে সাকিব নাই একটা লেসন হলো। হ্যাঁ একটা লেসন হলো যে, সাকিবকে ছাড়া টিম যে নিজেদের দুর্বল ভাবতো সে জায়গা থেকে একটা লেসন নিজেরা নিজেদের দিতে পারল। একই সময় আরেকটা জিনিস হলো সাকিব যখন টিমে ঢুকবে তাতে শক্তিমত্তা আরও বাড়বে। সাকিব তামিম যা কিছু দিয়েছে, তারা যোগ হলে টিম আরও ভাল করবে।'

আমারসংবাদ/এমএস