Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ডু-প্লেসিসের অভিজ্ঞতা কাজে লাগাতে চান অধিনায়ক কায়েস

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২২, ০২:৫০ পিএম


ডু-প্লেসিসের অভিজ্ঞতা কাজে লাগাতে চান অধিনায়ক কায়েস

বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের  অধিনায়কত্ব করবেন ইমরুল কায়েস। বুধবার (১৮ জানুয়ারি) ইমরুল কায়েসের নেতৃত্ব পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

২০১৯ সালের টুর্নামেন্টে কায়েসের নেতৃত্বে দ্বিতীয়বারের মত বিপিএল শিরোপা জিতেছিলো কুমিল্লা। এবারও সফল হবার হতে শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা। 

নিঃসন্দেহে এবারের বিপিএলে সবচেয়ে বড় নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সে থাকা দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিস।

দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কায়েস। সকল খেলোয়াড়কে সমীহ করে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলই ভালো। কেউ বলতে পারবে না, আমরা কম ভালো দল। এখন কথা হলো মাঠে ভালো ক্রিকেট খেলা। আসলে, ক্রিকেট কোন ব্যক্তিগত খেলা নয়, যদিও আমাদের দলে অনেক বড় নাম আছে। কিন্তু মাঠে খেলে তা প্রমাণ করতে হবে। তাহলে বুঝবেন আমরা কতটা ভালো দল।’

তাই ভালো শুরুর অপেক্ষায় থাকা কায়েস বলেন, ‘বিপিএলের মতো টুর্নামেন্টে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। আপনি যত বড় দলই হোন না কেন ভালো একটা  শুরু প্রয়োজন।’

দলে তামিম, মাহমুদুল্লাহ বা মাশরাফির মতো বড় কোন নাম নেই। তবে ডু-প্লেসিস থাকায় কায়েসের চিন্তার কিছু নেই। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক সর্বকালের সেরা ব্যাটারদের একজন। শুধু ব্যাটার হিসেবেই নয়, দলের সতীর্থ হিসেবেও তার সুনাম রয়েছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের কাজটা সহজ করতে চান কায়েস। 

তিনি বলেন, ‘সে একজন বড় তারকা, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আইপিএল বা অন্যান্য টুর্নামেন্টে কীভাবে ব্যাট করতে হয়, সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। আমি তাকে আমাদের দেশের উইকেট ও কন্ডিশন সম্পর্কে জানিয়েছি। আমাদের দলের পরিকল্পনা কি হওয়া উচিত তা নিয়েও কথা বলেছি। যেহেতু সে অনেক অভিজ্ঞ, তাই মাঠে তার সহায়তা আমাদের দরকার।’

আমারসংবাদ/এমএস