Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

৭৭ কোটি টাকায় ম্যারাডোনার জার্সি বিক্রি!  

মো. মাসুম বিল্লাহ

মে ৫, ২০২২, ০১:৫১ পিএম


৭৭ কোটি টাকায় ম্যারাডোনার জার্সি বিক্রি!  

ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যে জার্সি পরে তিনি দুই গোল করেছিলেন; সেই জার্সি রেকর্ড ছোঁয়া মূল্যে বিক্রি হয়েছে। অনলাইন নিলামে সেই জার্সিটি আজ বিক্রি হয়েছে ৭৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭২ টাকায়।  

এই জার্সি সব ধরনের ক্রীড়া স্মারকের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ভেঙেছে। কোনো জার্সির সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল ৫.৬৪ মিলিয়ন ইউএস ডলার। ২০১৯ সালে বাবে রুথের ১৯২৮-১৯৩০ মৌসুমে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিসের জার্সিটি বিক্রি হয়েছিল এই রেকর্ড দামে। 

গতকাল ইংল্যান্ডের লন্ডনে সোথবির নিলামে ম্যারাডোনার জার্সিটি বিক্রি হয়। নিলামে শুরুতেই ৪০ লাখ পাউন্ড হাকিয়েছেন একজন। এই দাম বাড়তে বাড়তে বিশ্বরেকর্ড ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ডে গিয়ে পৌঁছায়।

২০১৯ সালে হাতে আঁকা অলিম্পিকের ঘোষণাপত্র নিউইয়র্কে বিক্রি হয়েছিল ৮.৮ মিলিয়ন ইউএস ডলারে। ম্যারাডনার এই জার্সিটি সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। 

২০২০ সালের ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন ফুটবল ইতিহাসের এই কিংবদন্তি ফুটবলার। আকাশচুম্বী দামে কে ম্যারাডনার এই জার্সিটি ক্রয় করেছেন তা এখনো জানা যায়নি। 

আমারসংবাদ/এমএস  

Link copied!