Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেছে পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ

জুন ১৩, ২০২২, ০৬:২৫ পিএম


ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেছে পাকিস্তান

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেছে পাকিস্তান। 

সর্বশেষ হালনাগাদ হওয়া ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে পাকিস্তানের এ উন্নতি।

১২ জুন ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারানোর পরের দিনই সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে বাবর আজমের দল।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ১০২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তালিকায় পাঁচে ছিল পাকিস্তান। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে ছিল ভারত। তবে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে নিজেদের রেটিংয়ে চার পয়েন্ট যোগ করে নিয়েছে সবুজ জার্সিধারীরা।

ফলে সর্বশেষ হালনাগাদে ১০৬ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে চারে উঠে এসেছে দলটি। সর্বশেষ দুই বছর ধরে ওয়ানডেতে ঘরের মাঠে দারুণ ফর্মে আছে বাবর বাহিনী। এই সময় তাদের মাঠে খেলতে আসা জিম্বাবুয়ে থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সবাইকে হারিয়েছে তারা।

২৪ বছর পর পাকিস্তানের মাঠে খেলতে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার দেখে অ্যারন ফিঞ্চের দল। এদিকে বাংলাদেশ ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি সাতে অবস্থান করছে। টাইগারদের সামনে ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

Link copied!