Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

জুন ১৬, ২০২২, ০৮:৩৪ পিএম


প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সফরকারী বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

অ্যান্টিগায় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি।

কেমার রোচের করা ওভারটির দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। এ নিয়ে পঞ্চমবার ডাক মেরেছেন এই ওপেনার।

এক ওভার পর রোচের দ্বিতীয় ওভারে আবারও উইকেট হারাতে হলো বাংলাদেশকে। এবার নাজমুল হোসেন শান্তকেও রানের খাতা খোলার আগে বোল্ড করে ফিরিয়েছেন এই ডান-হাতি পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১ রান। তামিম ইকবাল ১২ ও মুমিনুল হক রয়েছেন অপরাজিত।

বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মেহেদী হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা (উইকেট-রক্ষক), রেমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মোটি ও জেডেন সিলস।

Link copied!