Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

১৫৬ রানের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামল বাংলাদেশ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ২, ২০২২, ০৭:০৩ পিএম


১৫৬  রানের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামল বাংলাদেশ

স্বাগতিকদের দেওয়া ১৫৬ রানের  চ্যালেঞ্জ নিয়ে মাঠ কাপাতে হবে বাংলাদেশকে । ২০ অভারে ১০ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের দেওয়া রানের সিমানা পার করতে  হবে বিদেশের মাটিতে জয় পেতে।

শুরুতে বোলাররা বেশ চাপেই রেখেছিল জিম্বাবুয়েকে। এমনকি একটা সময় মনে হচ্ছিল, স্বাগতিকরা ১০০ পার হবে তো! কিন্তু লেট মিডল অর্ডারে রায়ান বার্ল হঠাৎ করে জ্বলে উঠলেন। নাসুম আহমেদের এক ওভার থেকেই নিলেন ৩৫ রান। তার সঙ্গে জ্বলে উঠলেন লুক জংউইও।

এই দু’জনের ঝড়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উইকেট হারিয়ে ১৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। আউট হওয়ার আগে ২৮ বলে ৫৪ রান করেছিলেন রায়ান বার্ল। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন তিনি ৬টি।

লুক জংউই ২০ বলে করেন ৩৫ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ২টি। যদিও একই ওভারে এই দু’জনকেই সাজঘরের পথ দেখান তরুণ পেসার হাসান মাহমুদ। তার সঙ্গে ২টি করে উইকেট নেন নাসুম আহমেদও। ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ এবং মাহমুদউল্লাহ রিয়াদও।

Link copied!