Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৭, ২০২২, ০৯:৩২ এএম


টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাঠে নামছে টাইগাররা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন।

বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘(টসে জিতলে) আমরাও প্রথমে ব্যাট করতাম। তবে রান তাড়া করতে সমস্যা নেই কারণ বৃষ্টির পূর্বাভাস আছে। 

আমরা আজ একজন বাড়তি স্পিনার নিয়ে খেলছি, হোবার্টের চেয়ে এখানে আলাদা পিচ। আমরা সব বিভাগেই উন্নতি করতে চাই। আজ নিজেদের মেলে ধরার পালা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিততে হলে ৪০ ওভারই ভালো খেলতে হবে। ’

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, রাইলে রুশো, ডেভিড মিলার, ট্রিসটান স্টাবস, ওয়েইন পার্নেল, কেশব মহারাজ, অ্যানরিখ নরজে, কাগিসো রাবাদা ও তাবরেজ শামসি।
টিএইচ

Link copied!