Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের সামনে রানের পাহাড়

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৭, ২০২২, ১১:১০ এএম


বাংলাদেশের সামনে রানের পাহাড়

টস পক্ষে আসেনি বাংলাদেশ। বল হাতে নিয়ে প্রথম ওভারেই অধিনায়ক বাভুমাকে ফেরান তাসকিন। হাতে পাওয়া ওই মোমেন্টাম ইনিংসের তৃতীয় ওভারেই হাতছাড়া করেন ডানহাতি পেসার। 

পরপর নো বল দিয়ে ডি ককদের হাত খোলার সুযোগ করে দেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

ঝড় শুরু করা রুশো-ডি কক ১৬৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। এর মধ্যে বাঁ-হাতি ওপেনার ডি কক ৩৮ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে আফিফ হোসেনের বলে ফিরে যান। 

তবে রুশো অন্য প্রান্তে ছিলেন বিধ্বংসী। তিনি ১৯তম ওভারে ফিরে যাওয়ার আগে ৫৬ বলে ১০৯ রান করেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও সাতটি চারের মার দেখা যায়। 

টিএইচ

Link copied!