Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নকআউটে দক্ষিণ কোরিয়া

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩, ২০২২, ১২:৫১ এএম


নকআউটে দক্ষিণ কোরিয়া

এবার কাতার বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে রূপকথা লিখে নকআউট পর্বে পা রাখল তারা। দক্ষিণ কোরিয়া নকআউটে উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। এই গ্রুপ থেকে জয়ি হয়েও বাদ পড়েছে উরুগুয়ে।

দক্ষিণ কোরিয়া শেষবার শেষ ষোলোয় খেলেছিল ২০১০ সালে। এরপর ব্রাজিল ও রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। অবশ্য বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও খেলার নজির আছে তাদের।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুক্রবার (২ ডিসেম্বর) রোনালদোরা হেরেছে ২-১ গোলে। দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেছেন কিম ইউং ওন ও হুয়াং হে চান। পর্তুগালের হয়ে গোল করেছেন রিকার্ডো হোর্তা।

এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরুতে আক্রমণে যায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। ফলও তারা পেয়ে যায় ম্যাচের ৫ মিনিটের মাথায়। এ সময় দৃষ্টিনন্দন এক গোলে দলকে এগিয়ে নেন রিকার্ডো হোর্তা। অবশ্য গোলটি তৈরির প্রধান কারিগর দিয়োগো দালত। লম্বা পাস টেনে নিয়ে হোর্তাকে বল বাড়িয়ে দেন দালত। বল জালে জড়াতে ভুল করেননি হোর্তা।

ম্যাচের ২৫তম মিনিটে স্কোরলাইন বড় করার সযোগ নষ্ট করে পর্তুগাল। উল্টো ২ মিনিট পরই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। পর্তুগাল রক্ষণের দুর্বলতার সুযোগেই গোলটি করেন কিম ইউং ওন। ম্যাচের ৪৩তম মিনিটে সুযোগ নষ্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভিতিনহার বাড়ানো বল হেডে রিসিভ করে জালে জড়াতে পারেননি সিআরসেভেন।

বিরতি থেকে ফিরেই আক্রমণে গিয়েছিল পর্তুগাল। কিন্তু দক্ষিণ কোরিয়ার জালে যথাযথ শট নেয়ার আগেই সহযোগী রেফারি অফসাইডের পতাকা তুলেন। ৬৫ মিনিটে একাদশে তিনটি পরিবর্তন আনে পর্তুগাল। এ সময় উঠিয়ে নেয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকেও। তার বদলে মাঠে নামেন আন্দ্রে সিলভা।

৭০ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল দক্ষিণ কোরিয়া। কিম জিন সুর কাছ থেকে ফাঁকায় বল পান সন হিয়ং মিন। কিন্তু তার নেয়া শট ফিরিয়ে দেন পর্তুগালের রক্ষণভাগের খেলোয়াড় জোয়াও ক্যান্সেলো।

ইএফ

Link copied!