ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক, প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৫, ০৮:৩৪ পিএম

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে খেলার টিকিট পেতো লাল-সবুজের দল।

তবে র‌্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে সমতা রক্ষা করলেও দ্বিতীয়ার্ধে ৬-১ গোলে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয় বাংলাদেশকে।

দক্ষিণ কোরিয়ার কাছে এই পরাজয়ের ফলে মূল পর্বে খেলার জন্য বাংলাদেশের সমীকরণ বেশ কঠিন হয়ে পড়ে। সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থাকা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। 

বাংলাদেশের ভাগ্য নির্ভর করছিল ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও চায়নিজ তাইপে, ‘ই’ গ্রুপে চীন ও লেবানন, এবং ‘জি’ গ্রুপে উজবেকিস্তান ও জর্ডানের ম্যাচের ফলাফলের ওপর।

‘ই’ গ্রুপে লেবানন যদি চীনের কাছে হেরে যায়, তবেই বাংলাদেশ নিশ্চিত করত মূল পর্বের টিকিট। পাশাপাশি, অস্ট্রেলিয়াও চায়নিজ তাইপেকে নির্দিষ্ট গোল ব্যবধানে হারালে বাংলাদেশের সুযোগ তৈরি হত।

আজ ‘ই’ গ্রুপে লেবানন চীনের কাছে ৮-০ গোলে পরাজিত হয়। এই বিশাল ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায়, সেরা তিন রানার্সআপের মধ্যে বাংলাদেশের অবস্থান। এর ফলে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট অর্জন করেছিল। এবার সেই সফলতা পুনরাবৃত্তি করল অনূর্ধ্ব-২০ দল।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষদের জাতীয় দল প্রথম এশিয়ান কাপ খেলেছিল ১৯৮০ সালে কুয়েতে। এরপর ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। তারা আরও দু’বার ২০১৭ ও ২০১৯ সালে এশিয়ান কাপ খেলেছে।

বাছাইপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারায় এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয়। কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে পরাজিত হলেও তৃষ্ণা সর্বোচ্চ চার গোল করেছেন, যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে তার হ্যাটট্রিক রয়েছে।

আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল আসরে এখন পর্যন্ত সরাসরি জায়গা করে নিয়েছে উত্তর কোরিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ১৮ এপ্রিল।

ইএইচ

Link copied!