Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৫ সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৯ হাজার কোটি টাকা

সেপ্টেম্বর ৩, ২০২১, ০২:২০ পিএম


৫ সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৯ হাজার কোটি টাকা

গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখী ছিল দেশের পুঁজিবাজার। এতে সপ্তাহের ব্যবধানে ৬ হাজার ২০৬ কোটি টাকা বেড়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন। এর ফলে বাজার মূলধন নতুন মাইলফলক অর্জন করল। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি টাকা।  যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি টাকা।

এ নিয়ে গত ৫ সপ্তাহে ডিএসইর মোট বাজার মূলধন বাড়ল ২৯ হাজার ৩১১ কোটি টাকা। এতে আগেই রেকর্ড সৃষ্টি হওয়া বাজার মূলধন এযাবতকালের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ।

অপরদিকে দেশের পুঁজিবাজারের ইতিহাসের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স। গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২৯ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ। অন্য দুটি সূচকও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসই-৩০ সূচক  ১ দশমিক ৭৭ শতাংশ বা ৪৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। আর শরিয়াহ্ সূচক বেড়েছে ২১ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো, শাহজীবাজার পাওয়ার, ম্যাক্সসন স্পিনিং, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ার টেক, লংকাবাংলা ফাইন্যান্স এবং আইএফআইসি ব্যাংক।

আমারসংবাদ/আরএইচ