Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

জিএসপি ফাইন্যান্সের স্পট মার্কেটে লেনদেন শুরু কাল

পুঁজিবাজার ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০১:৪০ পিএম


জিএসপি ফাইন্যান্সের স্পট মার্কেটে লেনদেন শুরু কাল

আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড।রেকর্ড ডেটের আগে আগামীকাল রোববার ও পরেরদিন সোমবার এই ২ দিন স্পট মার্কেটে লেনদেন করবে কোম্পানীটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানায়, আগামী ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) কোম্পানীটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের আগের দুই দিন ৫ ও ৬ সেপ্টেম্বর (রবি ও সোমবার) স্পট মার্কেটে লেনদেন হবে।

এছাড়া রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। পরেরদিন বুধবার থেকে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

প্রসঙ্গত, স্পট মার্কেটে নগদ টাকায় শেয়ার কেনা-বেচা করতে হয়। এখানে যেদিন লেনদেন হয়, সেদিনই তার নিষ্পত্তি হয়। স্পট মার্কেটের শেয়ারে নেটিং বা আর্থিক সমন্বয় সুবিধা থাকে না। অর্থাত্ কোনো শেয়ার বিক্রি করে ওই অর্থে অন্য কোনো শেয়ার কেনা যায় না। 

আমারসংবাদ/আরএইচ