Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

টানা ৭ দিন বেড়ে নতুন গন্তব্যে সূচক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২১, ০২:০০ পিএম


টানা ৭ দিন বেড়ে নতুন গন্তব্যে সূচক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।  এ নিয়ে টানা ৭ কর্মদিবস মূল্য সূচকের উত্থান অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থানে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

বুধবার ডিএসইতে ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩১০ কোটি ৬৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির, দর কমেছে ১৮৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

এদিন ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯৬ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার।

আমারসংবাদ/আরএইচ