Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মূলধন-সূচক-লেনদেন সবই বেড়েছে

অক্টোবর ১, ২০২১, ০২:২৫ পিএম


মূলধন-সূচক-লেনদেন সবই বেড়েছে

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে চার হাজার কোটি টাকার ওপরে। এর মাধ্যমে দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়লো সাড়ে ৬ হাজার কোটি টাকার ওপর। লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার। এতে সপ্তাহ শেষে বেড়েছে সব সূচক। একই সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ কোম্পানীর শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪০৭ কোটি টাকা।

গেল সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ২ হাজার ৫৬১ কোটি টাকা। এ হিসেবে টানা দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৬ হাজার ৯৬৮ কোটি টাকা। 

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২২ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ।

ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ।

ডিএসই-৩০ সূচকও গত সপ্তাহে বেড়েছে। সপ্তাহজুড়ে এই সূচকটি বেড়েছে ৩৬ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ৪৩৬ কোটি ১৭ লাখ টাকা বা ১৪ দশমিক ৭৯ শতাংশ।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২১টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে । বিপরীতে বেড়েছে ১৪৬টির দাম । আর ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

আমারসংবাদ/আরএইচ