Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২১, ০৩:৩০ পিএম


সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজারে দাম বৃদ্ধির শীর্ষস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল। ফলে  ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি । 

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ১৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১৬ টাকা ৪০। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯৪ টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৭৭ টাকা ৬০ পয়সা।

দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ। ১৭ দশমিক ৭১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ১৭ দশমিক ১৩ শতাংশ, সাইফ পাওয়ার টেকের ১৬ দশমিক ২৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫ দশমিক ৫৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১৫ দশমিক ৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৪ দশমিক ৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৪ দশমিক ৬৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৪ দশমিক ৩৮ শতাংশ দাম বেড়েছে।

আমারসংবাদ/আরএইচ