Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে সাউথ বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৩, ২০২১, ১২:৪৫ পিএম


সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে সাউথ বাংলা ব্যাংক

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ার। ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে ব্যাংক খাতের এ প্রতিষ্ঠানটির শেয়ার।

বাজার পর্যালোচনা করে দেখা যায়, গেল সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩৮টির। এতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ২৬১ কোটি টাকা। পতনের এ বাজারেই সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৯ টাকা ১০ পয়সা।

এদিকে সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ৮৯ কোটি ৭৩ লাখ ৩ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ২৫ হাজার টাকা।

দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সনের দাম বেড়েছে ১৪ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বেক্সিমকোর দাম বেড়েছে ১১ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ডেল্টা লাইফের ১০.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৪৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৩৬ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, জেনেক্সের ২.৭৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ২.৭২ শতাংশ বেড়েছে।

আমারসংবাদ/আরএইচ