Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সাপ্তাহিক দাম কমার শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৩, ২০২১, ০১:০৫ পিএম


সাপ্তাহিক দাম কমার শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

গেল সপ্তাহে বড় পতনের বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল। সপ্তাহজুড়েই কমেছে কোম্পানিটির শেয়ারের দাম। 

বাজার পর্যালোচনা করে দেখা যায়, গেল সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩৮টির। পতনের এই বাজারে সপ্তাহজুড়ে আলহাজ টেক্সটাইলের শেয়ার দাম কমেছে ১৫ দশমিক ৫২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৯ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫৩ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬৩ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৫ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।

দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের  দাম কমেছে ১৫ দশমিক ৪২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের দাম কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ লাখ ৬০ হাজার  টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি এগ্রোর শেয়ারের দাম ১৩ শতাংশ কমেছে।

আমারসংবাদ/আরএইচ