Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গরমের শুরুতে কীভাবে যত্ন নেবেন এসি-ফ্যানের!

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১০:০০ এএম


গরমের শুরুতে কীভাবে যত্ন নেবেন এসি-ফ্যানের!

শীতকে বিদায় জানিয়ে গরমের আগমনের আভাস শুরু হয়ে গেছে। এখন এমন দিন আসছে যে সময়ে এসি কিংবা ফ্যান আপনার সঙ্গী হবে সর্বক্ষণের। তবে অনেকদিন ফ্যান, এসি বন্ধ থাকায় যখন এগুলো চালানো শুরু করবেন তখন অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। তা না হলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে, এসি দুর্ঘটনার বড় একটি কারণ হলো রক্ষণা-বেক্ষণের অভাব।

যেহেতু শীত চলাকালীন সময়ে এসি বন্ধ থাকে। তাই গরমের শুরুতেই এসি চালানোর আগে বাড়তি যত্ন নেয়া উচিত।

তবে কীভাবে যত্ন নেবেন এসি-ফ্যানের? 

* ফ্যান চালু করার আগে, অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যাতে ফ্যানের উপরে কোনো ময়লা না থাকে। ডিটারজেন্টযুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন।

* টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন।

* গরমের শুরুতে এসি চালানোর আগে অবশ্যই এসির মেরামত করতে হবে। পেশাদারদের মাধ্যমে চেকআপ ও সার্ভিসিং করিয়ে নিন।

* এসির এয়ার ফিল্টারে কোনো ময়লা আছে কি-না কিংবা বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার ঠিক আছে কি-না সেসব বিষয়ে নিশ্চিত হতে হবে।

* দীর্ঘসময় পর বন্ধ এসি চালু করতে গেলে এসি থেকে শব্দ হতে পারে। এমনকি পানিও পড়তে পারে।

* পারলে একজন মেরামতকারীকে ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন।

* এসি অনেক দিন বন্ধ থাকলে এর কুলিং বা ঠাণ্ডা করার ক্ষমতা কমে যায়। এক্ষেত্রে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিতে হবে।

* কুলিং যদি একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এসির ভেতরে গ্যাস ফুরিয়ে গেছে। পরবর্তীতে গ্যাস রিফিল করে নিতে পারেন।

* মনে রাখবেন, ফ্যান ও এসি একসঙ্গে না চালানোই ভালো।

আমারসংবাদ/এডি