Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

চিনি থেকে পিঁপড়াকে দূরে রাখার সহজ উপায়

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৯:০৫ এএম


চিনি থেকে পিঁপড়াকে দূরে রাখার সহজ উপায়

চিনির যেমন সবথেকে বড় শত্রু, অন্যদিকে আবার পিঁপড়ার পছন্দের জিনিস চিনি। তাইতো বাড়িতে পিঁপড়ার অত্যাচরে চিনি রাখা দায়। অনেক চেষ্টা করেও পিঁপড়ার হাত থেকে চিনিকে রক্ষা করা যায় না। তবে এমন বেশ কয়েকটি উপায় আছে, যেগুলো কাজে লাগালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন, কোনো মতেই পিঁপড়া ধরবে না। 

চলুন জেনে নেই পিঁপড়ার হাত থেকে চিনিকে রক্ষা করার সহজ উপায়-- 

* মাঝারি মাপের দুই-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

* চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে কাছেও আসবে না।

* এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২ থেকে ৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে কাছেও আসবে না পিঁপড়ার দল।

* চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

আমারসংবাদ/এডি