ইভিএম নিয়ে সিদ্ধান্ত বিকেলে

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০১:০৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে আজ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ সভা হবে।

এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা যায়, এ দিনের সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। এছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপ-নির্বাচন এবং বিবিধ বিষয়েও আলোচনা হবে।

[230809]

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে ২২টি দল ইভিএম নিয়ে মতামত তুলে ধরেছে। এর মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ১৪টি দল এই যন্ত্রের ব্যবহার নিয়ে সংশয়-সন্দেহ প্রকাশ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দল সরাসরি ইভিএমের বিরোধিতা করেছে। অন্যদিকে আওয়ামী লীগসহ চারটি দল ইভিএমে ভোট চেয়েছে। আর কয়েকটি দল শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে বলেছে। আর বিএনপিসহ ৯টি দল ইসির সংলাপ বর্জন করে। তারাও ইভিএমের বিপক্ষে। তারা কোনোমতেই এটির মাধ্যমে ভোট চায় না।

[229388]

সম্প্রতি ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করতে চাইলে কমিশনকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হবে কি না সে বিষয়ে আজকেই সিদ্ধান্ত হতে পারে বলে জানান।

ইএফ