ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান চলবে: আতিক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৭:৩৪ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে রোববার (১১ সেপ্টেম্বর)  থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী উত্তরায় ৫০নং ওয়ার্ডের আজমপুর এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে তিনি এ ঘোষণা দেন।

এসময় রাজধানীর একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে উত্তর সিটি করপোরেশন।

নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানিতে ভেসে বেড়াচ্ছে মশার লার্ভা। অথচ এনিয়ে নেই কারোরই কোন মাথাব্যথা।

 সকালে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে রাজধানীর দক্ষিখান এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে ডিএনসিসি।

এসময়, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হয় এক নির্মাতা প্রতিষ্ঠানকে। 

এছাড়াও স্থানীয়দের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেন মেয়র। স্থানীয়রা জানান ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নিজেদের সুরক্ষায় বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখছেন তারা।

পরে সাংবাদিকদের মেয়র জানান, রোববার থেকে জোনভিত্তিক ১০টি অঞ্চলে অভিযান চালাবে ডিএনসিসির ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারও বাসায় বা আঙিনায় লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘরে লার্ভার চাষ করে অপরাধী হবেন না। আপনারা বরং ঘর থেকে লার্ভা দূর করে পুরষ্কৃত হন। সামনের রোববার থেকে পরের রোববার পর্যন্ত অফিস-আদালত, ঘর-বাড়ি যেখানে আমরা লার্ভা পাব সেখানে জরিমানা হবে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সেপ্টেম্বর মাসের ৯ দিনেই মারা গেছেন ১০ জন এবং আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন।

 

টিএইচ