কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৫:১৯ পিএম

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় পাশাপাশি চলা দুই ট্রেনের মাঝখানে পড়ে মাথায় আঘাত পেয়ে ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল (৬০) নামের একজন মারা গেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।  

নিহতের স্বজনরা জানিয়েছেন, তিনি কারওয়ান বাজার এলাকায় কাঠের ব্যবসা করতেন। 

কারওয়ান বাজার খ্রিস্টান পাড়া পরিবার নিয়ে থাকতেন তিনি। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মৃত মতি লাল চন্দ্র মন্ডলের ছেলে ভজেন্দ্র। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।  

নিহতের ছেলে বিনয় চন্দ্র মন্ডল জানিয়েছেন, ‘তার বোন, জামাই  তাদের বাড়িতে বেড়াতে আসেছে। বাবা সকালে বাজার করে বাসায় দিয়ে, বাসা থেকে তার ব্যাবসা প্রতিষ্ঠান কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে সংবাদ পাই তিনি দুর্ঘটনায় শিকার হয়েছেন।  

 

টিএইচ