শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৪৩ পিএম

এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় শরীয়তপুরের তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের টিও-২ শাখার উপসচিব মিজ তাহসিনা বেগমকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ৫৭ সেকেন্ডের একটি ভিডিও টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডিসি আশরাফ উদ্দিন এক নারীকে কোলে তুলে নিয়ে চুম্বন করছেন। একইসঙ্গে ভিডিও কলেও তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠে।

ভুক্তভোগী নারী গণমাধ্যমকে জানান, আশরাফ উদ্দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং তার দাম্পত্য জীবন নষ্ট করেন। অভিযোগে আরও বলা হয়, ‘তিনি আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়ে সম্পর্ক গড়েন, কিন্তু এখন বিয়ের কথা অস্বীকার করে হুমকি দিচ্ছেন।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আশরাফ উদ্দিন গোপনে শরীয়তপুর ত্যাগ করেন এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি হিসেবে বদলি করে। ঘটনাটি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নতুন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলার প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা করছে স্থানীয় প্রশাসন ও জনগণ।

ইএইচ