এলজিইডি’র ক্রিম প্রকল্প ও ক্রিলিকের জিসিএফ মূল্যায়ন মিশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:৫২ পিএম

গত ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) "ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম)" প্রকল্প এবং এর আওতাধীন "ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)" কার্যক্রমের মূল্যায়নে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর সম্পন্ন করেছে। 

মূল্যায়ন মিশনটি পরিচালনা করেছে উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।

জিসিএফ-এর প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াড এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র ইভ্যালুয়েটর ও কনসালটেন্ট ড. ভিসিন্টা সায়েল কোর্টেস বারেউটা।

৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এক সভায় ক্রিলিক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক। 

সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন, জিসিএফ মূল্যায়ন দলের সদস্য হাফিজুর রহমান, প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং পরামর্শকবৃন্দ। 

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সহকারী সচিব মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন। মূল্যায়ন টিম প্রকল্পের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।

৯ জুলাই প্রতিনিধি দল সাতক্ষীরা পৌরসভা পরিদর্শন করে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পৌর এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

একই দিন তারা আশাশুনি উপজেলার বাকরা এলাকায় জিসিএফ-এর অর্থায়নে নির্মিতব্য সাইক্লোন সেল্টার সাইট পরিদর্শন করেন। সেখানে তাঁরা স্থানীয় জনগণ ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন এবং সাইট নির্বাচনের যথোপযুক্ততা ও কার্যকারিতা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইআরডি’র সিনিয়র সহকারী সচিব মো. কবীর হোসেন, প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তী, পৌরসভা ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইএইচ