ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অধিকার আদায়ে কাজ করবে ‘ফারিয়া’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৭:২২ পিএম

বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসা সংগঠন ‘সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)’ এখন থেকে একটি নিবন্ধিত সংগঠন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি তারা জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন (রেজিঃ নং-ঝ-১৪২৪৯) পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের চেয়ারম্যান এস.এম.এম. রহমান।

সংবাদ সম্মেলনে এস.এম.এম. রহমান বলেন, ‘২০১৫ সাল থেকে আমরা ঔষধ প্রতিনিধিদের অধিকার আদায়ে কাজ করছি। ২০১৭ সালে নিবন্ধনের জন্য আবেদন করি। নানা আইনি জটিলতা ও প্রক্রিয়ার কারণে প্রায় আট বছর লেগেছে নিবন্ধন পেতে।’

নিবন্ধন পেতে সংগঠনের নামেও কিছুটা পরিবর্তন আনতে হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন নাম হয়েছে সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (PhaReA)।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাংবাদিকরা।

সংগঠনের চেয়ারম্যান বলেন, এই সংগঠন শুধু অধিকার আদায় নয়, পুরো ফার্মাসিউটিক্যাল খাতের প্রতিনিধিদের প্রশিক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা ও কর্মপরিবেশ উন্নয়নের কাজ করবে। আশা করছি, একসঙ্গে কাজ করলে আমরা বাংলাদেশে ফার্মা প্রতিনিধিদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে পারব।

তিনি আরও জানান, এখন থেকে সংগঠনের প্রতিটি জেলা ও বিভাগীয় ইউনিটকে আরও সক্রিয় করা হবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

বিআরইউ