গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)। একইসাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহত তুহিনের কর্মস্থল দৈনিক প্রতিদিনের কাগজ ও অন্যান্য সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভিডিও করার কারণে সন্ত্রাসী-চাঁদাবাজরা চায়ের দোকানে গিয়ে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। এটি চরম ন্যাক্কারজনক ঘটনা। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ হত্যাকাণ্ডে দায়ী সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি-সাধারণ সম্পাদক বিবৃতিতে আরও বলেন, আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সাংবাদিক তুহিনের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ওয়াইজেসি সর্বাত্মকভাবে পাশে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ