স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৪:১৭ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই কোনো নিরীহ ব্যক্তি যেন আইনের আওতায় না পড়ে এবং এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

সোমবার ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে এবং ইতোমধ্যে ২০ জন নিহত হয়েছেন। নির্বাচনের সময় কোনো বড় সমস্যা না দেখা দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কঠোর প্রচেষ্টা চলছে এবং যারা তথ্য দিবে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশের বডি ক্যামেরা প্রসঙ্গে তিনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে কি না, তা নিরীক্ষণ করা সম্ভব হবে। বর্তমানে পুলিশ, কারারক্ষী ও বিজিবির কাছে কিছু বডি ক্যামেরা রয়েছে। আরও ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা থানায় এবং ক্যাম্পগুলোতে ব্যবহার করা হবে।

নির্বাচন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, প্রতি কেন্দ্রে ছয়জন পুরুষ আনসার, চারজন মহিলা আনসার ও দুইজন অস্ত্রধারী আনসার থাকেন। এবার প্রিজাইডিং অফিসারের জন্য একজন অতিরিক্ত অস্ত্রধারী আনসার দেওয়া হবে। এছাড়া আরও দুই-তিনজন অস্ত্রধারী পুলিশ থাকবে। মোট প্রায় ৮০ হাজার সেনাবাহিনী সদস্য, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনী নিরাপত্তায় থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর হামলা রোধে সকলকে প্রতিবাদী হতে হবে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তা প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব। তিনি জনগণ ও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান যাতে সত্যিকার তথ্যই প্রচারিত হয় এবং মিথ্যা খবর রোধ পায়।

তিনি উল্লেখ করেন, বর্তমানে মানুষের মধ্যে অহিংস হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কেউ যখন সমস্যা দেখে, তখন প্রতিবাদ না করে ভিডিও করার চেয়ে আগে সমস্যা প্রতিহত করাই জরুরি। তিনি সবাইকে এমন মনোভাব গড়ে তোলার পরামর্শ দেন।

ইএইচ