ভূমি সেবায় কেউ ঘুষ দাবি করলে জানাবেন: জয়পুরহাট জেলা প্রশাসক

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২২, ০৬:০৬ পিএম

ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা নিন, কোন দালাল চক্রের কাছে কাছে যাবেন না এবং কেউ যদি ঘুষ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। 

জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শরীফুল ইসলাম এসব কথা বলেন।

রোববার (২২ মে) বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলার মোঃ মুজিবুর রহমান ঢালি সৃতি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এসময় জেলায় ভূমি সেবায় শ্রেষ্ঠ ৪ জন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন পাঁচবিবি, ভূমি উপ-সহকারি কর্মকর্তা রুহুল আমীন, এল এ শাখা উপজেলা ভূমি সদর কানুনগো গদাই লাল বসাক ও ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলামকে সন্মাননা প্রদান করা হয়। 

আমারসংবাদ/এআই