ধনবাড়ীতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের সভা অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি  প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৭:০৯ পিএম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৪ মে) সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

“জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন। আগামী ১৫-২১ জুন পর্যন্ত ৭দিন ব্যাপী প্রথম ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে এ কার্যক্রম চলবে। 

সভার শুরুতে শুমারির প্রয়োজনীতা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আলীম। 

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ হীরা, সহকারি কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবীবুর রহমান সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, বীরতারা ইউপি চেযারম্যান আহমাদ আল ফরিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিবৃন্দ।

উল্লেখ্য, দেশের সর্বশেষ ৫ম জনশুমারি অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের মার্চ মাসে। বাংলাদেশ পরিসখ্যান ব্যুরো প্রতি দশ বছর পর পর এ শুমারি পরিচালনা করে থাকেন। কিন্ত করোনাকালীন পরিস্থিতির কারণে এই কার্যক্রম এবার এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

 আমারসংবাদ/এআই