প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর (সরিষাবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৩:৪২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, আশ্রয়ণ প্রকল্প এবং নারীর ক্ষমতায়নসহ প্রধানমন্ত্রীর এমন দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

এতে সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।