তিস্তার পানি বিপদসীমার উপরে

আল-আমিন, নীলফামারী  প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০৪:৫১ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল তিস্তা নদীর পানি  বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২৯ জুন) ভোর থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারজ পয়েন্ট বাড়তে থাকে এবং দুপুর ১২টার পর থেকে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, বুধবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হলেও ১২টার পর থেকে তিস্তার পানি  বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে পানির গতি নিয়ন্ত্রণ রাখতে তিস্তা ব্যারজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। 

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদ্দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি দুপুর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবক’টি জলকপাট খুলে দেয়া হয়েছে। 

কেএস