বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের পাশে মুরগির খামারসংলগ্ন পাকা রাস্তা থেকে ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁর বদলগাছী থানার চকনরসিংহ গ্রামের হাসেম আলীর ছেলে তারিকুল ইসলাম সজীব (৩০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার দেওড়া গ্রামের মৃত বুদা চন্দ্র বর্মণের ছেলে সুজিত চন্দ্র বর্মণ (৩২)।
শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সান্তাহার সাইলো সড়ক হয়ে দমদমা যাওয়ার পথে মুরগির খামার এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম সজীবকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী উপজেলার শাঁওইল বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজিত চন্দ্র বর্মণকে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ