চকরিয়ায় পশুর হাটে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া(কক্সবাজার) প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৬:১৯ পিএম

দক্ষিণ চট্টগ্রামের চকরিয়ার সর্ববৃহৎ পশুর হাট ইলিশিয়া গরু বাজারে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়েছে। 

সার্বিক তদারকিতে ছিলেন কক্সবাজারের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। 

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাজারে জাল নোট (টাকা) শনাক্তকরণ মেশিনের ব্যবস্থাও করা হয়। পুলিশের এ ধরণের আয়োজন দেখে বাজারে আগত হাজার হাজার মানুষ সাধুবাদ জানিয়েছেন। ফলে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে গরু-মহিষ-ছাগল ক্রয়-বিক্রয় করতে পারছেন। 

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, থানা প্রশাসনের পক্ষ থেকে ইলিশিয়া গরু বাজারসহ প্রায় বড় বড় হাট-বাজারে প্রশাসনের নজরদারী রাখা হয়েছে। আশা করি বাজারে কোন ধরনের আপত্তিকর পরিবেশ সৃষ্টি হবে না। যেখান থেকেই খবর আসবে,পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে।

আমারসংবাদ/এআই