বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা বিদ্যালয়সহ তিনটি একাডেমিক ভবনের উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৫:৪১ পিএম

বরিশালের বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকাল ১১টা, বেলা ১২টা ও বিকেল ৩ টায় এ তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে নাজমুল আলম সিদ্দীকী আদশ মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার খান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জেল হোসেন, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বেলা ১২ টায় জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. এইচ এম মজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, প্রভাষক বিপ্লব মিত্র, মোঃ শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল নোমান প্রমূখ।

গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খানের সভাপতিত্বে বেলা ৩ টায় কান্তা হাসান বালিকা বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল, প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন হাওলাদার, গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম খান প্রমূখ।

কেএস