‘প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা ডিজিটাল অর্থনীতি দিকে এগিয়ে যাচ্ছি’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০২:৪৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রোববার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ টেকনাসিটি লিমিটেড ও পেলিসিটি আডিসি লিমিটেডের উদ্বোধন ও বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রযুক্তিগত তথ্য-উপাত্ত নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি আ্যক্ট প্রণয়ন হচ্ছে।
গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ধাপে ধাপে শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর মেধানির্ভর ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি।

বঙ্গবন্ধু হাইটেক সিটি বিষয়ে মন্ত্রী বলেন ইতিমধ্যে ৮২ টি বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি ডেভেলপমেন্ট কোম্পানি। এরা মোট ৫৭০ কোটি টাকার বিনিয়োগ করেছে। এখানে বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে কর মাফ করে দেওয়া হয়েছে ও বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায়, হাইটেক সিটির মহাব্যবস্থাপক বিকর্ণ কুমার ঘোষ, আইএসপির সভাপতি ও সেক্রেটারি।

কেএস