ভেদরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৪:৪২ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি বাসায় বাথরুমে বালতির পানিতে ডুবে সাব্বির (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে উপজেলার ডি এম খালী ইউনিয়নের মাঝি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাব্বির ডি এম খালী ইউনিয়নের মাঝি কান্দি এলাকার আবু তাহের বেপারীর ছোট ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার বিকালে মা উঠানে কাজে ব্যস্ত ছিল আর বাবা খাটে বসে ভাত খাচ্ছিল। বাবার সাথেই খাটে ছিল অবুঝ শিশুটি, বারবার নিচে নামার চেষ্টা করছিল বিধায় নিচে নামিয়ে দেয় বাবা। মুহূর্তের মধ্যেই হামাগুড়ি দিয়ে পাশের বাথরুমে ঢুকে পড়ে। বাথরুমে থাকা বালতি ধরে দাঁড়িয়ে যায়। কখন যে বাথরুমে প্রবেশ করে টেরই পায়নি কেউ। ছেলেকে কাছে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে দরজা খোলা বাথরুমের বালতিতে দেখতে পায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আমারসংবাদ/এসএম