চাঁদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৫:২২ পিএম

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের মহাত্মা গান্ধী মিলনায়তনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির একটি কলঙ্কিত দিন। আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে সফল করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আজকে কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে, সেখানে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক বই রয়েছে যা তোমরা পড়বে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন নয়, সাথে সাথে নিজেকে দক্ষ করে তুলতে হবে। আমাদের দক্ষতাকে অনেক উচুঁতে নিয়ে যেতে হবে। তারুণ্যের আবেগের বেগকে যথাযথভাবে প্রবাহিত করতে মনোযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। আমার দক্ষতা আমার সম্পদ, আমাদের দক্ষতা আমাদের জাতীয় সস্পদ এই প্রতিপাদ্যকে ধারণ করে নিজের দক্ষতাকে শানিত করে সোনার বাংলা বিনির্মানে আত্মনিয়োগ করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি নিজের বিবেক, বুদ্ধি ও সাহস দিয়ে দেশকে পরিচালিত করছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

এসময় এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবাদুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এআই