‘বিচার প্রার্থীদের জন্য ওসিদের দরজা সব সময় খোলা’

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৯:১৮ পিএম

সুনামগঞ্জের প্রতিটি থানার ওসিদের দরজা সব সময় খোলা থাকবে। বিচার প্রার্থী কোন মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে ব্যবস্থা করা হবে। কোন পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেলে সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আমার মোবাইল দিন রাত খোলা থাকবে। রাত ১২টার পরের মোবাইল কলের গুরুত্ব বেশী দেই। মানুষ বিপদে না পরলে গভীর রাতে কেই পুলিশকে ফোন দেয় না। সাংবাদিক আর পুলিশ দেশের কল্যাণে কাজ করে। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সহযোগিতায় সুনামগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা সুন্দর রাখতে চাই।

আজ রবিবার বিকালে সুনামগঞ্জ পুলিশ লাইনস্ এর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও মিডিয়া উইং মো: সুমন আহমদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, এসএ টিভি প্রতিনিধি, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও সুনামগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি একাংশের সভাপতি বিন্দু তালুকদার, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস প্রমুখ। এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জয়নাল আবেদনী, সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিআইও-১সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা । 
উল্লেখ্য গত ৩০ আগস্ট নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সুনামগঞ্জ পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

এসএম