নাচোলে পৌর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক সভা

নাচোল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৩:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুফিয়া আক্তার, নাচোল থানার এসআই আকবর আলী, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর ওয়ার্ড কাউন্সিলরসহ স্থায়ী কমিটির সকল সদস্য বৃন্দ।

আইনশৃঙ্খলা ও জন নিরাপত্তা সভায় রাস্তার উপর দোকানপাট, গাড়িঘোড়া যনজোট ও আইনশৃঙ্খলা নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এবং উল্লেখ থাকে যে পৌর বাসস্ট্যান্ড মোড়ে আগামী বৃহস্পতিবার থেকে এক সপ্তাহ পৌর কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, আনসার, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাস্তার যানজোট নিরসনে এক যোগে কাজ করবে বলেও আলোচনা হয়।  

এআই