নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

সরকারি তেল শোধনাগারে ভয়াবহ আগুন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ১২:১৩ পিএম

বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ‘চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট। এছাড়া নৌ বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টা ১৫ মিনিটের দিকে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ওই তেল শোধনাগারে আগুনের সূত্রপাত হয়।

[236822]

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১১টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


ইএফ