মানিকগঞ্জে ৯৯৯ ফোনে মদ্যপ আটক

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:২৫ পিএম

মানিকগঞ্জে মদ পান করে মাতলামী ও দোকাপাট ভাংচুরের অভিযোগে মাখন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বান্দুটিয়া গ্রামের এডভোকেট মতিউর রহমানের ছেলে মাখন মিয়া মদ্যপ অবস্থায় বান্দুটিয়া বাজারে লোকজনকে মারধর ও সিরাজ নামের এক ব্যক্তির দোকান ভাংচুর করে। ভুক্তভোগী সিরাজ ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাখনকে আটক করে।

ভুক্তভোগী সিরাজ জানান, দুপুর দেড়টার দিকে মাখন বেসামাল অবস্থায় আমার দোকানে এসে আবোল তাবোল গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে দোকান ভাংচুর ও মালামাল নষ্ট করে। এসময় তার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হচ্ছিল। অবস্থা বেগতিক দেখে ৯৯৯ ফোন করি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, অভিযুক্ত মাখনকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত কিনা তা নিশ্চিত হতে মেডিকেল টেস্টের জন্য পুলিশ প্রহরায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রেকর্ড করা হবে।

এসএম