চাঁপাইনবাবগঞ্জের ৫৫ জন কৃষক প্রশিক্ষণ সহ পেলেন গম বীজ-সার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৬:১৫ পিএম

আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের ৫৫ জন কৃষক ও ১১ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদ্য আবসরে যাওয়া সরকারের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস।

বিশেষ অতিথি ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা। 

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইলিয়াছ হোসেন। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে ৫৫ জন কৃষককের প্রত্যেককে ২০ শতক জমিতে আবাদের জন্য বিনামূল্যে ১২ কেজি করে গম বীজসহ পরিমান মতো রাসায়ানিক সার প্রদান করা হয়। গমের জাতগুলোর মধ্যে রয়েছে বারী গম ৩০,৩২,৩৩, এবং ডাব্লুএমআই গম ১,২, ও ৩। 

এআই