ফরিদপুরে ব্রাজিলের সমর্থনে রিকশা শোভাযাত্রা

এন কে বি নয়ন, ফরিদপুর প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০১:৩৫ পিএম

ফরিদপুরে ব্রাজিলের সমর্থনে রিকশা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সঙ্গত কারণে দলটিকে নিয়েই সমর্থকদের থাকে অন্যরকম আকর্ষণ। এ কারণে প্রত্যেকটা বিশ্বকাপ খেলায় ব্রাজিল ভক্তদের উৎসাহ-উন্মাদনা থাকে অন্যরকম। ব্রাজিলের খোলোয়ারদের প্রতিকি, জার্সি ও পতাকা নিয়ে রিকশায় চড়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুরে একটি শোভাযাত্রা বের করা হয়। ফরিদপুর শহরের স্থানীয় বাসিন্দা নাসির পাগলার উদ্যোগে ব্রাজিলের সমর্থনে ‌একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভা যাত্রার আয়োজক নাসির পাগলা জানান, এবছর বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট এবং তারা শিরোপা জিতবে বলে আশাকরি। তিনি ফাইনালে ব্রাজিল ও  ফ্রান্স খেলবে বলেও তিনি মন্তব্য করেন। আমি ব্রাজিলকে ছোট বেলা থেকেই ভালোবাসি। এই ভালোবাসা ভালোলাগা থেকেই শহরের চকবাজারের রামধনী মন্দির থেকে শতাধিক রিকশায় ব্রাজিল ভক্তদের নিয়ে এই উপলক্ষে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শহর প্রদক্ষিণ করে।

কেএস