শান্তির কুমিল্লায় অশান্তি করবেন না: এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৮:৩৫ পিএম

শান্তির কুমিল্লায় অশান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  জেলা বই মেলার সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেছেন, সারা টাউন হলে একটা পোস্টার মেলা চলছে।

যারা পোস্টার লাগিয়েছেন তাদের বলি, শান্তির কুমিল্লায় অশান্তি করবেন না। মিটিং করেন, ওয়েলকাম জানাবো। গণতান্ত্রিক ব্যবস্থায় আপনারা আপনাদের বক্তব্য দেন, তাতে সমস্যা নেই।

অতীতের কথা তুলে ধরে তিনি বলেন, তেরো-চৌদ্দ সালে কিছু মানুষ মাঠে নেমে ছিল অশান্তি করার জন্য। আমরা ডিকলারেশন দিয়েছিলাম, অশান্তি হবে না, হয়নি। এখনও বলি, আপনারা সুন্দরভাবে সভা করেন। আমাদের কারও কোনো আপত্তি নেই। আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আব্দুল মান্নান, অধ্যক্ষ হাসান ইমান মজুমদার ফটিক, নারী নেত্রী পাপড়ি বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন।

উল্লেখ্য, আগামী শনিবার (২৬ নভেম্বর) নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় নেতা-কর্মীদের হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপি এ গণসমাবেশ করবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

এবি