ভারতীয় নাগরিক আটক মহেশপুর সীমান্তে

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৮:৪৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রঞ্জিত কুমার (৫৬)। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুর মথুরা বাসুরা গ্রামের প্রফুল্ল কুমারের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের উপর থেকে নিয়মিত টহলকালে রঞ্জিত কুমারকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ইএইচ