পরীক্ষায় ফেল করায় পূর্ণিমার আত্মহত্যা!

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৬:০৬ পিএম

নীলফামারীর জলঢাকায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ভারতি রানী রায় পূর্ণিমা( ১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সে উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিল। পূর্ণিমা দক্ষিণ দেশীবাড়ি নলঝুড়িপাড়া এলাকার দূর্লব চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর এসএসসি পরিক্ষার রেজাল্ট প্রকাশের পর পূর্নিমা জানতে পারে সে পাস করতে পারেনি। সে অভিমানে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে নিজ ঘরের ভিতরে কীটনাষক ওষুধ খেয়ে ফেলে।

পরে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রায় ৩০ মিনিট চিকিৎসাধীন থাকার পর কর্মব্যরত চিকিৎসক ভারতি রানী রায়কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উত্তর দেশীবাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, ‘‘এবারে আমাদের স্কুল থেকে ১০১ জন এসএসসি পরীক্ষা দিয়েছেন। ২৭ জন ফেল করার মধ্যে ভারতি রানী রায় পূর্ণিমা ছিল।’’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এস.আই মানিক হোসেন। 

এআই