ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাছ আমাদের খাদ্যশস্যের প্রধান উৎস। এটি আমাদের অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে। গাছ লাগানো সওয়াবের কাজ, তাই মেলা থেকে অন্তত একটি করে গাছ কেনার অনুরোধ রইল।” তিনি আরও বলেন, “বৃক্ষমেলা একটি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা তৈরির ক্যাম্পেইন। সারাবছর ধরে সবাইকে গাছ লাগাতে হবে।”
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলাটি চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এতে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন নার্সারির প্রায় ৩২টি স্টল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্কিট হাউজ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন, “নির্বিচারে গাছ কেটে বন ধ্বংস করা হলে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখে পড়বে। গাছই আমাদের খাদ্য, ঔষধ ও নির্মল বায়ুর উৎস। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণই একমাত্র সমাধান।”
তারা আরও আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচ