ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ১১:৪৮ এএম

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তীব্র যানজট দেখা দেয়।

প্রায় ৩৫ কিলোমিটার সড়কে শতশত গাড়ি সারিবদ্ধ হয়ে অত্যন্ত ধীরগতিতে চলছে, কখনো থেমেই থাকছে। এতে জনগণের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। 

গণপরিবহন ও ব্যক্তিগত বাহানে একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রাবাড়ী থেকে সেতু পর্যন্ত যেতে দেড়-দুই ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে। ট্রাফিকের কোন ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। 

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হায়দার জানান, সকাল থেকে বেশ কুয়াশা ছিল। পদ্মা সেতুর টোলপ্লাজায় রাত থেকে গাড়ি নিয়ন্ত্রণে বুথ কমিয়ে টোল আদায় করা হয়। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।

টিএইচ