নওগাঁয় তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৩:৫৯ পিএম

গত তিনদিন থেকে দেশের উত্তরের সীমান্তবর্তী নওগাঁ জেলা জুড়ে চলছে শীতের প্রকোপ। শৈতপ্রবাহের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত তিনদিন থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

নওগাঁর বদলগাছীতে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার প্রকোপ আরো কয়েকদিন থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

ঠান্ডাজনিত রোগে নওগাঁ সদর হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন এই হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী। 

তিনি জানান, হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে। ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন। জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। 

টিএইচ